aarsh rahman aarsh - prosthan | প্রস্থান şarkı sözleri
মনের বদ্ধ জানালা খুলে আমি মেঘ মেখে আছি বসে
যদি ঘুম ভাঙাও যদি মন রাঙাও
তুমি এসে কোনও সন্ধ্যে লগ্নে
জোনাকি রাত কখনো হঠাৎ আমার জীবন যায় থেমে
করোনা ভয় কানও সংসয়
শহরজুড়ে আঁধার যদি নামে
রেখোনা খেয়াল, কাঁচের দেয়াল
গড়ে ফেলো তুমি এবার
কাটুক সময় ভাঙুক প্রনয়
তাতে আর ক্ষতি কি তোমার
রেখো না
তোমার আমার ফেলে আসা দিন ছিলো রঙিন সুখের মলাটে
তবু কেন তোমার হঠাৎ প্রস্থান
অজানাই আমার তোমার অভিমান
চেয়েছি ভাঙতে তোমার অভিমানের দেয়াল
ছিলাম পুরোটা জুড়ে তোমার রাখোনি খেয়াল
ছেড়ে দাও হাত মেঘের প্রপাত নামিয়ে আনুক বৃষ্টি
হোক না হোক দেখা একা চলতে যানি
রেখোনা খেয়াল কাঁচের দেয়াল
গড়ে ফেলো তুমি এবার
কাটুক সময় ভাঙুক প্রনয়
তাতে আর ক্ষতি কি তোমার
রেখো না