abanti sithi elo maa dugga şarkı sözleri
মা দুর্গার আগমনে
উল্লাসে আলিঙ্গনে
মহামারী মুছে যাবে আজ
ঢাকের পিঠে পড়লো কাঠি
পুজো হোক জম জামাটি
নতুন সাজে সেজেছে আকাশ
সাজানো বরণ ডালা
আকাশে মেঘের ভেলা
চলছে ধুনুচি নাচ
কাসর আর ঘন্টা বাজে
এলো মা নতুন সাজে
বাতাসে পুজোর গন্ধ আজ
খুশিতে মন মজেছে আজ
শিউলি ফুলে গন্ধে মাতে
খুশির শারদ প্রাতে
লাগলো দোলা কাশের বনে
হিমেল শরৎ টানে
ষষ্ঠী চাওয়া পাওয়া
আড্ডা সপ্তমিটা
সেলফিতে সেজেছে আজ
অষ্টমী অঞ্জলী আর
নবমীর জাঁক জমকে
বাতাসে পুজোর গন্ধ আজ
খুশিতে মন মজেছে আজ
ভালোবাসার আলিঙ্গনে
বিজয়ার বিসর্জনে
আসছে বছর, আবার হবে
এক সুরে সুর মিলিয়ে
বছর বছর এভাবে
থেকো মা এ প্রানে
মুছিয়ে দুঃখ সবার
সিন্দূরে সোহাগে
দশমীর ঢাকের তালে
বাতাসে পুজোর গন্ধ আজ
খুশিতে মন মজেছে আজ