abdun noor din gelo vebe şarkı sözleri
দিন গেলো, দিন গেলো আমার
দিন গেলো ভেবে ভেবে
ভাবার সময় শেষ হয়ে যায়
জীবন গেলো ফুরিয়ে
কখনো কি মন ভেবে দেখেছো
ক'দিন তুমি থাবে ভবে
কিসের আশায় থাকবে পরে
এই দুনিয়ার মহে
ভেবে দেখো দেহ শুধু
মাতিতে মিশাবে
ভাবার সময় শেষ হয়ে যায়
জীবন গেলো ফুরিয়ে
সামনে আমি ভালো হবো
এইতো মনের আশা
সেই সময়টা হয়তো তোমায়
আজরাইল আড় ডেবে না
সাড়ে তিন হাত মাটির ঘরে
মাটি হবে বিসানা
তোমার আমার আপন আর পর
কেউ তো সঙ্গে যাবে না
হয়তো তুমি ভাবছো বসে
আর কটা দিন কাটাবে
ভাবার সময় শেষ হয়ে যায়
জীবন গেলো ফুরিয়ে
দিন গেলো, দিন গেলো আমার
দিন গেলো ভেবে ভেবে
ভাবার সময় শেষ হয়ে যায়
জীবন গেলো ফুরিয়ে