abhishek bhattacharyya desh şarkı sözleri

ওই দূর দেখা যায় আমার সেই দেশ ওই দূর দেখা যায় আমার সেই দেশ আজ রক্তে রক্তে যে দেশ ভেসে যায় ওতে কত লোক ডুবে যায় ভেসে যায় হায় আর তারি মাঝে এই প্রাণ শুধু বলে যায় ওই দূর দেখা যায় আমার সেই দেশ ওই দূর দেখা যায় আমার সেই দেশ কত জননী করেছে দাহ শিশুকে চিতায় তবু ধর্ম ছাড়েনি ধ্বজা কাঁদেনি ব্যাথায় কেউ চোখেতে রাখেনি চোখ ঘোর স্পর্ধায় ওই দূর দেখা যায় আমার সেই দেশ আজি লেগেছে বায়ুতে সেই দেশেরও রেশ ভাই জয় করো করো জয় সব মহাক্লেশ আমি চেয়েছি চেয়েছি ভাই ওই ওই দেশ আমি দেখেছি দেখেছি ভাই ওই ওই দেশ আমি পাবো গো পাবো গো ভাই ওই ওই দেশ ।
Sanatçı: Abhishek Bhattacharyya
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:05
Toplam: kayıtlı şarkı sözü
Abhishek Bhattacharyya hakkında bilgi girilmemiş.

Fotoğrafı