abhratanu ghosh elo maa dugga şarkı sözleri

মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জম জামাটি নতুন সাজে সেজেছে আকাশ সাজানো বরণ ডালা আকাশে মেঘের ভেলা চলছে ধুনুচি নাচ কাসর আর ঘন্টা বাজে এলো মা নতুন সাজে বাতাসে পুজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ শিউলি ফুলে গন্ধে মাতে খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমিটা সেলফিতে সেজেছে আজ অষ্টমী অঞ্জলী আর নবমীর জাঁক জমকে বাতাসে পুজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার বিসর্জনে আসছে বছর, আবার হবে এক সুরে সুর মিলিয়ে বছর বছর এভাবে থেকো মা এ প্রানে মুছিয়ে দুঃখ সবার সিন্দূরে সোহাগে দশমীর ঢাকের তালে বাতাসে পুজোর গন্ধ আজ খুশিতে মন মজেছে আজ
Sanatçı: Abhratanu Ghosh
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:22
Toplam: kayıtlı şarkı sözü
Abhratanu Ghosh hakkında bilgi girilmemiş.

Fotoğrafı