abir chowdhury প্রেমের রাজধানী | premer rajdhani şarkı sözleri
ইয়াসীন ত্বোহা তোমার লকব জানি
ইয়াসীন ত্বোহা তোমার লকব জানি
নাম মুহাম্মাদ মোর প্রেমের রাজধানী
সে নাম পেয়ে কুল মাখলুক সবে
সে নাম পেয়ে কুল মাখলুক সবে
তুলে মারহাবা মারহাবা ধ্বনি
তুলে মারহাবা মারহাবা ধ্বনি
যে নূর জললো রবিউল আউয়ালে
আজীবন উম্মাতী গেলো বলে
যে নূর জললো রবিউল আউয়ালে
আজীবন উম্মাতী গেলো বলে
সে নূর দেখে অবাক চাঁদ আসমানী
সে নূর দেখে অবাক চাঁদ আসমানী
ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না
যার পরশে সোনার ও মদীনা
ধরায় ইয়াসরিবের মূল্য ছিল না
যার পরশে সোনার ও মদীনা
চুমু খেয়ে ক্বদম পাক নূরানী
চুমু খেয়ে ক্বদম পাক নূরানী
কাল হাশরে সবার মুখে মুখে
নাফসী রবে কাহহার নামের দুখে
কাল হাশরে সবার মুখে মুখে
নাফসী রবে কাহহার নামের দুখে
পেতে চাই সেদিন আমি তব হাতে কাওছার
যাহা পান করিলে মোর ঘুচে যাবে আধার
শাফায়াত চাই যে আমি ও শাফিয়ে মাহশার তোমার সাথে তোমার সাথে ফিরদাউসে গিয়ে
দেখতে চাই তব চেহরা নূরানী