abu hanif eid mubarak şarkı sözleri
আকাশটা দেখো না
কত যে রঙিন হলো।।
মনে মনে প্রাণে প্রাণে
খুশির জোয়ার এলো।।
দেখো আকাশ কোণে
চাঁদের হাসি
সবারই মন রাঙালো
কেড়ে নিল নিদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।।
ছোট বড় সবার মুখে
হাসি লেগে আছে কি যে সুখে।।
উল্লাস আজ কোন বাধা মানে না
কে আমির কে ফকির কেউ দেখেনা।।
আনন্দ ঘিরে আছে রাশি রাশি
দেখো আকাশ কোন চাঁদের হাসি
সবারই মন রাঙালো
কেড়ে নিল নিদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।।
ছন্দ গানে মুখর সবে
দুঃখ ভুলে গিয়ে আপন হবে।।
খুশির এলান দিল আল্লাহ নিজে
খুশির এই বৃষ্টিতে সবাই ভিজে
একাকার আর দেখো জগৎবাসী
দেখো আকাশ কোন চাঁদের হাসি
সবারই মন রাঙালো
কেড়ে নিল নিদ
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ।।

