abu raihan muhammad er nam jopechili şarkı sözleri
Lyrics:
মুহাম্মদের নাম জপেছিলি
মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে॥
ওরে গোলাপ নিরিবিলি
নবির কদম ছুঁয়েছিলি,
তাঁর কদমের খোশবু আজও
তোর আতরে জাগে।ঐ
মোর নবিরে লুকিয়ে দেখে
তাঁর পেশানীর জ্যোতি মেখে
ওরে ও চাঁদ, রাঙলি কি তুই
গভীর অনুরাগে॥
ওরে ভ্রমর, তুই কি প্রথম
চুমেছিলি নবির কদম,
গুনগুনিয়ে সেই খুশিকি
জানাস রে গুলবাগে।ঐ

