abu rayhan tasbih şarkı sözleri
তোমাকে ডেকে ডেকে কাটে প্রহর
নিশি কেটে জেগে ওঠে স্নিগ্ধ ভোর
মৃদু সমীরে তুমি
মনের জমিনে তুমি
তোমার জিকিরে এই পৃথিবী মুখর।
আমি তোমার প্রেমে হয়েছি বিভোর
প্রভু তোমার মায়ায় হয়েছি বিভোর।
সাগরের জলরাশি করে থৈ থৈ
বিস্মিত চোখে আমি তাকিয়ে রই
কী দারুণ খেলা চলে কূলে কূলে
ছন্দতোলে হায় তাসবিহ বহর।
এ বুকের যত ভালোবাসা তোমায়
রুকু আর সিজদায় সপি নিরালায়।
উঁকি দেয় সকালে সোনারাঙা রোদ
পাতা পাখি হেসে হেসে করে আমোদ
গোধূলীর রঙ ছটা মেঘের কোণে
জড়িয়ে থাকে তব রহম চাদর।

