anarkyst da kawlej song şarkı sözleri
হয়েছিল দেখা - প্রথম সেদিন
কলেজের করিডোরে
হলামobsessedতোমায় নিয়ে
তোমার প্রথম সে নজরে
থাকত না মন বইয়ের পাতায়
ভাবত তোমারই কথা
সারাটা রাত যে উথাল-পাথাল
কখন হবে যে দেখা
আজও আছে সেই করিডোর
মনে পড়ে ফেলে আসা স্মৃতিটা
জানি তুমি চলে গেছো বহুদূরে
তবু রয়ে গেছে সেই ছবিটা
তুমি যে আমার প্রথম চাওয়া
আমার প্রথম ভালোবাসা
ভাবলাম একদিন সাহস করে
বলবো মনের কথা
বলতে গিয়েও বলতে পারিনি
দেখি তুমি যে অন্যের ব্যাথা
OH SHIT
মানতে চায় না মন যে আমার
পাবেনা কখনো কাছে তোমাকে আর
তোমায় ঘিরে ছিল স্বপ্ন আমার
ভেঙে চুরে হয়ে গেলো সব চুরমার
আজও আছে সেই করিডোর
মনে পড়ে ফেলে আসা স্মৃতিটা
জানি তুমি চলে গেছো বহুদূরে
তবু রয়ে গেছে সেই ছবিটা
তুমি যে আমার প্রথম চাওয়া
আমার প্রথম ভালোবাসা
Myfirstlove
You were myfirstlove
But youwalkedaway
I had towatchyou walk away
Withsomeoneelse
আজও আছে সেই করিডোর
মনে পড়ে ফেলে আসা স্মৃতিটা
জানি তুমি চলে গেছো বহুদূরে
তবু রয়ে গেছে সেই ছবিটা
তুমি যে আমার প্রথম চাওয়া
আমার প্রথম ভালোবাসা

