animes roy kalija vuna (acoustic version) şarkı sözleri

ও মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরা দিলে কইবো লবণ কম হইছে যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলাই ঠাই নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা ও যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলায় ঠাই নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে ছুরি মারিবে ও রে দেখবা তুমি বুকে জড়াইয়া তোমায় ছুরি মারিছে মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে ও মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইব লবণ কম হইছে আশা দিবো সব দিবো তোমায় আরও মিষ্টি কথা তোমারে বুঝাইবো পরে তোমায় কত যে মমতা ও আশা দিবো সব দিলাইবো কত মিষ্টি কথা তোমারে বুঝাইবোতা কত যে মমতা সুযোগ মত মাঝ ধরিয়া নাও ডুবাইবে সুযোগ মত মাঝ ধরিয়া তোমার নাও ডুবাইছে মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইবো লবণ কম হইছে ও মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কই্বো লবণ কম হইছে মানুষ এমনও আছে কলিজা ভুনা কইরাও দিলে কইবো লবণ কম হইছে.
Sanatçı: Animes Roy
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 5:49
Toplam: kayıtlı şarkı sözü
Animes Roy hakkında bilgi girilmemiş.

Fotoğrafı