arif rana ekla şarkı sözleri

মেঘের চাঁদরে ঢাকা মনের আকাশে ভালোবাসার ঘুড়ি শুতোহীন শুন্যে ভাসে দুচোখ বোঝেনা বোঝেনি কখনো পোঁড়া মন ছাই হয়ে যায় নীরব আপোষে একলা আকাশ কাঁদে সয়ে সয়ে অস্ফুট চিৎকারে কতোটা গভীর হলে ব্যাথা জল হয়ে আসে ভালোবাসলে তবে কি একলা হয় অবশেষে ভালোবাসলে কি মানুষ বুকে কান্না চেঁপে হাসে । শূণ্যতার অতল গভীরে নিকষ কালো আধাঁরে ডুবতে ডুবতে আবার আলোর মিছিলে প্রার্থিত মন অর্পিত অভিমান উদাসী প্রান্তরে মুখ লুকায় শ্রেণীহীন বিষাদের জালে । ভালোবাসলে তবে কি একলা হয় অবশেষে ভালোবাসলে কি মানুষ বুকে কান্না চেঁপে হাসে । নদী হয়ে যায় নির্বাক দুচোখ অমোঘ মেঘের বর্ষাতে মেঘের নিনাদে ঝরে দু:খরা রাতে স্বতঃদহনে বিষন্ন বাতাসে নিভু নিভু জ্বলে নেভে অদেখা মন, চোখে পোষা কবিতা নিওলিথিকের সুরে । ভালোবাসলে তবে কি একলা হয় অবশেষে ভালোবাসলে কি মানুষ বুকে কান্না চেঁপে হাসে ।
Sanatçı: Arif Rana
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 5:46
Toplam: kayıtlı şarkı sözü
Arif Rana hakkında bilgi girilmemiş.

Fotoğrafı