arifur rahman চোরের গান şarkı sözleri
পকেট কাঁটে সিঁধ কাঁটে
ব্যাংকেও করে চুরি
চুরি করে খেয়ে খেয়ে
বানায় বিশাল ভূড়ি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
আঙুল ফুঁলে কলা গাছ হয়
চুরির সম্পদ দিয়ে
বিশাল টাকার পাহাড় গড়ে
চুরির সম্পদ দিয়ে
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
উঁহ
চোরের আছে বড় হস্ত
তাইতো করে চুরি
উচিৎ কথা বললে চোরে
গলায় ধরে ছুড়ি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
চোরে চোরে মাসতুতো ভাই
সকল লোকে জানে
চোরকে চোর বলার দোষে
কলার ধরে টানে
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
উঁহ
চোরের মায়ের বড় গলা
আমায় ধামকি মারে
নানান রঙের মুখোশ পরে
অন্যের ধন কাড়ে
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
কথায় কথায় খোদা ভগবান
ধর্মের বুলি ঝাড়ে
সবাই চোরকে সাধু ভাবে
কেউ না ধরে তারে
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
আমি চোরের ভয়ে বৈরাগী হয়ে
বাস করি বনে বনে
বনের গাছ উজাড় করে
চোর হাসে মনে মনে
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
উঁহ
ভয়ে ডরে মরি
সব চোরের আছে বড় হস্ত
তাইতো করে চুরি
উচিৎ কথা বললে চোরে
গলায় ধরে ছুড়ি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
ভয়ে ডরে মরি
বলো আমি কী করি
ও সাধু
বলো কী করি
মরি