arifur rahman পরিচয় şarkı sözleri
বৃক্ষ তোমার নাম কী
নাম দিয়ে কাম কী
ফলদায়ী বৃক্ষ আমি
ফলেই আমার পরিচয়
বৃক্ষের পরিচয় ফল
রূপ গন্ধ গুণেই হয়
কেউ বলে ম্যাংগো
কেউ বলে আম
যে নামেই ডাকো তুমি
সেটাই আমার নাম
ওহে তুমি এবার বলো
তোমার পরিচয়
কী নামে তোমায়
ডাকা হয়
আমি হিন্দু
আমি বৌদ্ধ
আমি ইহুদী
আমি খ্রিস্টান
আমি মুসলিম
আমি পৌত্তলিক
আমি শিখ
আমি আস্তিক
আমি নাস্তিক
শোনো মানুষ একটু দাঁড়াও
ছুটছো কেন দিক বিদিক
খানিক ভেবে একটু বলো
কি ঠিক আর কি বেঠিক
ভূতে তুমি বিশ্বাস করলেই
ভূত বিশ্বাসী বলেনা তো কেহ
বিশ্বাসের ভিত্তিতে পরিচয়
পায় কী কভু কোন মানব দেহ
মানব সন্তান ভূমিষ্ট হয়
সকলে এক পরিচয় শিশু
হোক সে অতি সাধারণ
অথবা ঈশ্বর পুত্র যীশু
সময়ের সাথে মানুষ বাড়ে
সময়ে নানান পরিচয় তার
নামের সাথে উপাধি যোগ
বাড়ে পরিচয় তোমার আমার
জাতপাত ও ধর্মে
হানাহানি বিজয়ী কেহ
হৃতপিন্ড থামিলে
পরিচয় লাশ মৃতদেহ
ধার্মিক অধার্মিক
ব্যক্তির পরিচয় নয়
ব্যক্তির পরিচয়
কর্ম গুণ বিচারে হয়
মানব সন্তান ভূমিষ্ট হয়
সকলে এক পরিচয় শিশু
হোক সে অতি সাধারণ
অথবা ঈশ্বর পুত্র যীশু
মানব সন্তান ভূমিষ্ট হয়
সকলে এক পরিচয় শিশু
তাই মানুষ চিনে রাখো
তোমার পরিচয় তুমি
নামের চাইতে বড়
তোমার কাজেই পরিচয় গড়
তুমি মানুষ চিনে রাখো
তোমার পরিচয় তুমি
তাই মানুষ চিনে রাখো
তোমার পরিচয় তুমি
নামের চাইতে বড়
তোমার কাজেই পরিচয় গড়
তুমি মানুষ চিনে রাখো
তোমার পরিচয় তুমি
নামের চাইতে বড়
তোমার কাজেই পরিচয় গড়
বৃক্ষ তোমার নাম কী
ও মানুষ তোমার পরিচয় কী