arifur rahman পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী şarkı sözleri
দিনে আলো রাতে ছায়া
প্রেম প্রীতি মোহ মায়া
তুমি আমি পরিযায়ী
এ জগতের সকল বিষয়
পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী
ঋতুরা আসে ঋতুরা যায়
কাননে কোকিল গান গায়
চিরস্থায়ী কোনটাই নয়
পরিবর্তন আছে বলেই
নানান তাপের হাওয়া বয়
শিশু জন্মে বৃদ্ধ হয়
পরিবর্তন জীবনময়
সব যাওয়া আসার খেলা
তোমার আমার সখ্যতা
গড়ে ভাঙ্গে মিলন মেলা
দিনে আলো রাতে ছায়া
প্রেম প্রীতি মোহ মায়া
তুমি আমি পরিযায়ী
এ জগতের সকল বিষয়
পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী
আজকে যাহা মূল্যবান
কাল হবে তাহা মূল্যহীন
পরিবর্তন চিরন্তন সীমাহীন
আজকে যাহা বর্তমান
কাল হবে বিগত দিন
সময়ের স্রোতে যাহা আসে
যথা সময়ে তাহা হয় গত
ইহাই সত্য চিরন্তন শ্বাশত
আজ তুমি আমি বর্তমান
একদিন হবো সকলে বিগত
দিনে আলো রাতে ছায়া
প্রেম প্রীতি মোহ মায়া
তুমি আমি পরিযায়ী
এ জগতের সকল বিষয়
পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী
দিনে আলো রাতে ছায়া
প্রেম প্রীতি মোহ মায়া
তুমি আমি পরিযায়ী
এ জগতের সকল বিষয়
পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী
দিনে আলো রাতে ছায়া
প্রেম প্রীতি মোহ মায়া
তুমি আমি পরিযায়ী
এ জগতের সকল বিষয়
পরিবর্তনশীল ও ক্ষণস্থায়ী