arifur rahman মা বাবা আউরোরা şarkı sözleri
তুষার ঢাকা
শীতের দিনে
মুখরিত ঘর কোণা
একটি ঘরে
বসত করে
তিন জনা
কে কে তাঁরা
কে কে তাঁরা
মা বাবা
আউরোরা
একটি ডালে
তিনটি পাতা
বসন্তের হাওয়ায় দোলে
ছড়ায় ছড়ায়
কথা বলে
তিন জনা
কে কে তাঁরা
কে কে তাঁরা
মা বাবা
আউরোরা
হলুদ সবুজ
একটি মাঠে
রৌদ্র উজ্বল গ্রীষ্মকালে
নাচে গায়
বনভোজন করে
তিন জনা
কে কে তাঁরা
কে কে তাঁরা
মা বাবা
আউরোরা
রঙিন বনের
রাস্তা দিয়ে
পাতা ঝরা শরৎকালে
হাত ধরে
হেঁটে চলে
তিন জনা
কে কে তাঁরা
কে কে তাঁরা
মা বাবা
আউরোরা
রঙিন বনের
রাস্তা দিয়ে
পাতা ঝরা শরৎকালে
হাত ধরে
হেঁটে চলে
তিন জনা
কে কে তাঁরা
কে কে তাঁরা
মা বাবা
আউরোরা
কে কে তাঁরা

