arifur rahman যুদ্ধ মানে şarkı sözleri
শান্ত শিশুর ঘুম ভাঙানী
গৃহহীন উদ্বাস্তুর আর্তনাদ
যুদ্ধ মানে প্রাণহানী সংঘাত
যুদ্ধ কখনো শান্তি আনেনা
আনে অহেতুক রক্তপাত
যুদ্ধ মানে প্রাণহানী সংঘাত
সবলেরা বিজয়ী হয়
চিরকাল দূর্বলেরা হারে
রাজায় রাজায় যুদ্ধ
প্রজাদের প্রাণ কারে
যুদ্ধ মানে
দুঃস্বপ্নের ভীতি ঘাত প্রতিঘাত
যুদ্ধ মানে
ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত
নরমের উপরে গরম দেখানো
শক্তির প্রদর্শণ
ঝিকে মেরে বৌকে শেখানো
অন্যায় শাসন
যুদ্ধ মানে
ক্ষমতা ও আসন হস্তগত করা
যুদ্ধ মানে
মহাশশ্মান স্বদেশ শান্তির ধরা
সবলেরা বিজয়ী হয়
চিরকাল দূর্বলেরা হারে
রাজায় রাজায় যুদ্ধ
প্রজাদের প্রাণ কারে
যুদ্ধ মানে
দুঃস্বপ্নের ভীতি ঘাত প্রতিঘাত
যুদ্ধ মানে
ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত
অহেতুক সংঘাত
করে হিংস্র বন্যপ্রাণী
হিংস্রতা বেমানান
যাকে সর্ব শ্রেষ্ঠ মানি
সমস্যা সর্বত্র আছে
সব রাষ্ট্র সমাজ মাঝে
যুদ্ধ কোন সমাধান নয়
সমাধান হোক শান্তি আলোচনায়
যুদ্ধ মানে
ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত
যুদ্ধ চাইনা
চাই শান্তিপূর্ণ সমাধান শান্তি আলোচনায়
ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত
যুদ্ধ চাইনা
চাই শান্তিপূর্ণ সমাধান শান্তি আলোচনায়
ধ্বংস নিভৃতি ঘাত প্রতিঘাত
যুদ্ধ মানে
ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত
অহেতুক সংঘাত
করে হিংস্র বন্যপ্রাণী
হিংস্রতা বেমানান
যাকে সর্ব শ্রেষ্ঠ মানি
সমস্যা সর্বত্র আছে
সব রাষ্ট্র সমাজ মাঝে
যুদ্ধ কোন সমাধান নয়
সমাধান হোক শান্তি আলোচনায়