arifur rahman যুদ্ধ মানে şarkı sözleri

শান্ত শিশুর ঘুম ভাঙানী গৃহহীন উদ্বাস্তুর আর্তনাদ যুদ্ধ মানে প্রাণহানী সংঘাত যুদ্ধ কখনো শান্তি আনেনা আনে অহেতুক রক্তপাত যুদ্ধ মানে প্রাণহানী সংঘাত সবলেরা বিজয়ী হয় চিরকাল দূর্বলেরা হারে রাজায় রাজায় যুদ্ধ প্রজাদের প্রাণ কারে যুদ্ধ মানে দুঃস্বপ্নের ভীতি ঘাত প্রতিঘাত যুদ্ধ মানে ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত নরমের উপরে গরম দেখানো শক্তির প্রদর্শণ ঝিকে মেরে বৌকে শেখানো অন্যায় শাসন যুদ্ধ মানে ক্ষমতা ও আসন হস্তগত করা যুদ্ধ মানে মহাশশ্মান স্বদেশ শান্তির ধরা সবলেরা বিজয়ী হয় চিরকাল দূর্বলেরা হারে রাজায় রাজায় যুদ্ধ প্রজাদের প্রাণ কারে যুদ্ধ মানে দুঃস্বপ্নের ভীতি ঘাত প্রতিঘাত যুদ্ধ মানে ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত অহেতুক সংঘাত করে হিংস্র বন্যপ্রাণী হিংস্রতা বেমানান যাকে সর্ব শ্রেষ্ঠ মানি সমস্যা সর্বত্র আছে সব রাষ্ট্র সমাজ মাঝে যুদ্ধ কোন সমাধান নয় সমাধান হোক শান্তি আলোচনায় যুদ্ধ মানে ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত যুদ্ধ চাইনা চাই শান্তিপূর্ণ সমাধান শান্তি আলোচনায় ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত যুদ্ধ চাইনা চাই শান্তিপূর্ণ সমাধান শান্তি আলোচনায় ধ্বংস নিভৃতি ঘাত প্রতিঘাত যুদ্ধ মানে ধ্বংসলীলা প্রাণহানী সংঘাত অহেতুক সংঘাত করে হিংস্র বন্যপ্রাণী হিংস্রতা বেমানান যাকে সর্ব শ্রেষ্ঠ মানি সমস্যা সর্বত্র আছে সব রাষ্ট্র সমাজ মাঝে যুদ্ধ কোন সমাধান নয় সমাধান হোক শান্তি আলোচনায়
Sanatçı: Arifur Rahman
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:01
Toplam: kayıtlı şarkı sözü
Arifur Rahman hakkında bilgi girilmemiş.

Fotoğrafı