arifur rahman সময়ের গান şarkı sözleri

প্রতিক্ষায় প্রতিক্ষায় বেলা যায় বয়ে ইচ্ছেরা সব যায় অপূর্ণতায় রয়ে বছর আসে বছর যায় জীবন প্রদীপ তেল ফুরায় অসময়ে হৃদয় আমার সুসময়ের গান গায় সময় বদলায় দিন হয় রাত সম্পর্ক বদলায় টাকা বদলায় হাত দূরের মানুষ কাছে আসে কাছের মানুষ দূরে যায় অসময়ে হৃদয় আমার সুসময়ের গান গায় ভয়কে ভয় করলেই ভয় ভয়কে জয় করতেই হয় ঝড়ের রাতে জীবন তরী উল্টো পথে যায় সাহস করে শক্ত হাতে বৈঠা ধরি নায় অসময়ে হৃদয় আমার সুসময়ের গান গায় আশা নিয়ে বাঁচি আমি চেষ্টাতে পথ আগাই হায় অসময়ে এসে আমি স্বপ্নে বাঁচার গান গাই অসময়ে হৃদয় আমার সুসময়ের গান গায় হৃদয় আমার সুসময়ের গান গায় আশা নিয়ে বাঁচি আমি চেষ্টাতে পথ আগাই অসময়ে এসে আমি স্বপ্নে বাঁচার গান গাই অসময়ে হৃদয় আমার সুসময়ের গান গায় অসময়ে হৃদয় আমার সুসময়ের গান গায়
Sanatçı: Arifur Rahman
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:00
Toplam: kayıtlı şarkı sözü
Arifur Rahman hakkında bilgi girilmemiş.

Fotoğrafı