arifur rahman সময়ের গান şarkı sözleri
প্রতিক্ষায় প্রতিক্ষায়
বেলা যায় বয়ে
ইচ্ছেরা সব যায়
অপূর্ণতায় রয়ে
বছর আসে বছর যায়
জীবন প্রদীপ তেল ফুরায়
অসময়ে হৃদয় আমার
সুসময়ের গান গায়
সময় বদলায় দিন হয় রাত
সম্পর্ক বদলায় টাকা বদলায় হাত
দূরের মানুষ কাছে আসে
কাছের মানুষ দূরে যায়
অসময়ে হৃদয় আমার
সুসময়ের গান গায়
ভয়কে ভয় করলেই ভয়
ভয়কে জয় করতেই হয়
ঝড়ের রাতে জীবন তরী
উল্টো পথে যায়
সাহস করে শক্ত হাতে
বৈঠা ধরি নায়
অসময়ে হৃদয় আমার
সুসময়ের গান গায়
আশা নিয়ে বাঁচি আমি
চেষ্টাতে পথ আগাই
হায়
অসময়ে এসে আমি
স্বপ্নে বাঁচার গান গাই
অসময়ে হৃদয় আমার
সুসময়ের গান গায়
হৃদয় আমার
সুসময়ের গান গায়
আশা নিয়ে বাঁচি আমি
চেষ্টাতে পথ আগাই
অসময়ে এসে আমি
স্বপ্নে বাঁচার গান গাই
অসময়ে হৃদয় আমার
সুসময়ের গান গায়
অসময়ে হৃদয় আমার
সুসময়ের গান গায়