arifur rahman আঁকিবুকির গান şarkı sözleri
সবাই মিলে
চলো আঁকি
তুলির ছোঁয়ায়
আকাশ পাখি
সরল রেখায়
শুরু করো
রেখায় রঙিন
ছবি আঁকো
আঁকিবুকি
রঙিন কাগজ
স্বপ্ন আঁকি
আল্পনার সাজ
আঁকিবুকি
কাগজের ভাজ
ছবি আঁকা
শখের কাজ
আঁকিবুকি
রঙিন কাগজ
স্বপ্ন আঁকি
আল্পনার সাজ
আঁকিবুকি
কাগজের ভাজ
ছবি আঁকা
শখের কাজ
বৃত্ত বর্গ
ত্রিভুজ আঁকি
শুরু করি
সৃষ্টির যাত্রা
আলো ছায়া
রঙের খেলা
আঁকি লেখি
দেই মাত্রা
পেন্সিল রং
কাগজ ক্যানভাস
শুরু হোক
সৃষ্টির খেলা
আঁকো তুমি
মনের মাধুরীতে
হবে ছবির
নতুন মেলা
আঁকিবুকি
রঙিন কাগজ
স্বপ্ন আঁকি
আল্পনার সাজ
আঁকিবুকি
কাগজের ভাজ
ছবি আঁকা
শখের কাজ
নীল পাখি
নদীর ধারা
আঁকো তুমি
আকাশের তারা
আঁকো সবই
দেখে দেখে
আঁকো সবই
দেখে শিখে
তুলির ছোঁয়ায়
রঙিন স্বপন
আঁকো তুমি
নতুন ভুবন
সৃষ্টির সুখ ও
আনন্দ আছে
আঁকিবুকি
রঙের কাজে