arifur rahman আঁকিবুকির গান şarkı sözleri

সবাই মিলে চলো আঁকি তুলির ছোঁয়ায় আকাশ পাখি সরল রেখায় শুরু করো রেখায় রঙিন ছবি আঁকো আঁকিবুকি রঙিন কাগজ স্বপ্ন আঁকি আল্পনার সাজ আঁকিবুকি কাগজের ভাজ ছবি আঁকা শখের কাজ আঁকিবুকি রঙিন কাগজ স্বপ্ন আঁকি আল্পনার সাজ আঁকিবুকি কাগজের ভাজ ছবি আঁকা শখের কাজ বৃত্ত বর্গ ত্রিভুজ আঁকি শুরু করি সৃষ্টির যাত্রা আলো ছায়া রঙের খেলা আঁকি লেখি দেই মাত্রা পেন্সিল রং কাগজ ক্যানভাস শুরু হোক সৃষ্টির খেলা আঁকো তুমি মনের মাধুরীতে হবে ছবির নতুন মেলা আঁকিবুকি রঙিন কাগজ স্বপ্ন আঁকি আল্পনার সাজ আঁকিবুকি কাগজের ভাজ ছবি আঁকা শখের কাজ নীল পাখি নদীর ধারা আঁকো তুমি আকাশের তারা আঁকো সবই দেখে দেখে আঁকো সবই দেখে শিখে তুলির ছোঁয়ায় রঙিন স্বপন আঁকো তুমি নতুন ভুবন সৃষ্টির সুখ ও আনন্দ আছে আঁকিবুকি রঙের কাজে
Sanatçı: Arifur Rahman
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 2:39
Toplam: kayıtlı şarkı sözü
Arifur Rahman hakkında bilgi girilmemiş.

Fotoğrafı