arjun chakraborty andhar raate ekla pagal şarkı sözleri

আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে । বলে শুধু, ‘বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। আমি যে তোর আলোর ছেলে- আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি- মরি আমি সেই খেদে । বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা । তোর প্রাণের বাঁশির তান সে নানা সেই আমারই ছিল জানা, আজ মরণ-বীণার অজানা সুর নেবে সেধে । বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।।’
Sanatçı: Arjun Chakraborty
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi:
Toplam: kayıtlı şarkı sözü
Arjun Chakraborty hakkında bilgi girilmemiş.

Fotoğrafı