asha bhosle tui jato phool şarkı sözleri

তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস এনে আমি তোর কোনো কথা শুনবনা আমার কন্ঠে চাই কুন্দমালা কানের চম্পা ফুলের দোলা কালা খোঁপায় বকুল মালা ছাড়া আমি নিবো না তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস এনে আমি তোর কোনো কথা শুনবনা ডাগর চোখে আঁকবো আমি মন্সা পাতার কাজল কোমরেতে বাঁধবো বিছা পায়ে রূপার মল মিথ্যা বলে করলে পিরিত তোকে ভালো বাসবোনা হায়রে মিথ্যে বলে করলে পিরিত তোকে ভালো বাসবো না তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস এনে আমি তোর কোনো কথা শুনবনা আমি পরব হাতে কাঁচের চুড়ি করব তুহার মন চুরি আমি পরব হাতে কাঁচের চুড়ি করব তুহার মন চুরি ঝমঝমাঝম লাচবো ভালোবাসবো ঝমঝমাঝম লাচবো ভালোবাসবো হা হা হা হা হা... রাঙা পায়ে পড়বি রে তুই মনটি তবু দিবোনা তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস এনে আমি তোর কোনো কথা শুনবনা আমার কন্ঠে চাই কুন্দমালা কানের চম্পা ফুলের দোলা কালা খোঁপায় বকুল মালা ছাড়া আমি নিবো না তুই যত ফুল দিস না কেনে বকুল যদি না দিস এনে আমি তোর কোনো কথা শুনবনা আমি তোর কোনো কথা শুনবনা হা হা হা... এ বাবু...কোথায় যাচ্ছিস... হা হা হা... এদিকে এসো..এসো্ না
Sanatçı: Asha Bhosle
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:36
Toplam: kayıtlı şarkı sözü
Asha Bhosle hakkında bilgi girilmemiş.

Fotoğrafı