asif talukder muzahid lal sobujer sadhinota şarkı sözleri
লাল সবুজের স্বাধীনতা
বাংলা মায়ের মুখ
জন্মে কোলে বাংলা বোলে
খুঁজে পেলাম সুখ।।
বাংলা আমার বাংলা তোমার
বাংলাতে উৎসুক
বাংলা আমার প্রানের ভাষা
গর্বে ভরে এ বুক
বীর শহীদের রক্তে গড়া
বর্ণমালার বাঁধ
এই ভাষাতেই হাসি কান্না
মিটে মনের স্বাদ
সহজ সরল বাংলা বলি
হৃদয়ের মাশুক
বাংলা আমার বাংলা তোমার
বাংলাতে উৎসুক
সোনার ভূমি বাংলা চুমি
গান গাহে রোজ পাখি
সুর পবনে কিরণ মাখে
বাংলা ভাসিয়ে রাখি।।
চিরদিনই মাতৃভাষায় স্বপ্নেরা হাসুক
বাংলা আমার বাংলা তোমার
বাংলাতে উৎসুক।
বাংলা আমার বাংলা তোমার
বাংলাতে উৎসুক

