asima mukherjee tomar name sapath kore şarkı sözleri
সত্যি বলছি তিন সত্যি বলছি
সত্যি বলছি তিন সত্যি
তোমার নামে শপথ করে অন্তর থেকে বলছি
সত্যি বলছি তিন সত্যি বলছি
তোমার নামে শপথ করে অন্তর থেকে বলছি
সত্যি বলছি তিন সত্যি বলছি
তোমার মনে মনটা রেখে
তোমার চোখে দুচোখ রেখে
তোমার কাছে তোমার হয়ে
তোমার কাছে তোমার হয়ে
আজীবন থাকতে এসেছি
সত্যি বলছি তিন সত্যি বলছি
আমার নামে শপথ করে বলো ছেড়ে তুমি যাবে না তো
যত কিছু বাঁধা আসুক সঙ্গে আমার থাকবে তো
সঙ্গে আমার থাকবে তো
বলছি আমি শপথ করে বন্দি থাকবো এই ছোট্ট ঘরে
তোমার চোখের দৃষ্টি মেখে
তোমার চোখের দৃষ্টি মেখে এ ভুবন দেখতে এসেছি
সত্যি বলছি তিন সত্যি বলছি
তোমার নামে শপথ করে অন্তর থেকে বলছি
সত্যি বলছি তিন সত্যি বলছি
সত্যি বলছি তিন সত্যি বলছি
সত্যি বলছি তিন সত্যি বলছি

