atanu dey bidaay (feat. antonello nicastro) şarkı sözleri

আমার স্বপ্ন ভেঙ্গে পড়ে তোর স্মৃতি-র আঘাতে এই মন উড়তে চায়, তোর রোদ্দুর আকাশে আমার বৃষ্টি ভেজা স্বপ্ন কত আগুন হাতড়ায় আমার হৃদয়ে লেখা নাম বিদায় আমার স্বপ্ন ভেঙ্গে পড়ে তোর স্মৃতি-র আঘাতে এই মন উড়তে চায়, তোর রোদ্দুর আকাশে আমার বৃষ্টি ভেজা স্বপ্ন কত আগুন হাতড়ায় আমার হৃদয়ে লেখা নাম বিদায় বিদায় আমার আটপৌরে অভ্যেস বিদায় যত একঘেঁয়ে আক্ষেপ বিদায় তোমার কাছেই শেষ ভেসে যাও কেন বৃষ্টি নেমে আসে, আজ মনের জানালায় আমার একলা গানের ঘরে, রোদ্দুর ফিরে যায় আমার লাল নীল লেখা পদ্য, ঠোঁটে আগুন পুড়ে যায় সময়ের স্রোতে হারায় নদী, বলে বিদায় বিদায়, আজ হলাম নিরুদ্দেশ বিদায়, যত ছোঁয়াচে বিদ্বেষ বিদায়, আমার গল্প বলা শেষ ভেসে যাও My dream is shattered by your memory This mind wants to fly, in your sunny sky My rain-soaked dream catches fire Farewell to the name written in my heart My dream is shattered by your memory This mind wants to fly, in your sunny sky My rain-soaked dream catches fire Farewell to the name written in my heart Goodbye is my daily habit Farewell to the monotonous regret Farewell to you Float away Why does the rain come down, in the window of the mind today In my lonely singing room, sunshine goes back My red-blue written verse, fire burns on my lips The river loses in the flow of time, says goodbye Goodbye, I'm missing you today Goodbye, as contagious as hatred Goodbye, my story is over Float away
Sanatçı: Atanu Dey
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:46
Toplam: kayıtlı şarkı sözü
Atanu Dey hakkında bilgi girilmemiş.

Fotoğrafı