atr tv কুল-জাহানের পালনেওয়ালা şarkı sözleri
কুল-জাহানের পালনেওয়ালা রব্বুল আ'লামীন
খালেক তুমি মালেক তুমি রহমান ও রহীম
অসীম তুমি হে নিরাকার
নাইকো কোন শরীক তোমার
বিচারপতি তুমি মাওলা রোজ হাশরের দিন ।
পয়দা তোমার তামাম জাহান
তোমার সৃষ্টি জ্বীন ও ইনসান
তোমারই গড়া সাগর পাহাড় আসমান ও যমীন ।
অজর অমর চির অব্যয়
চির অটল অচল চিন্ময়
মহান-দাতা বিধান-দাতা আদি-অন্তহীন ।
সৃষ্টি করে মানব জাতি
ঐক্যের তরে দিলে কলেমার ভিত্তি
যাকে ইচ্ছা সু-পথ দেখাও তব শক্তি সীমাহীন।

