band lalon pagol chine na şarkı sözleri
হু উ উ উ, উ উ উ হু
হুম উ উ উ উ উ উ উম
পাগল হয়ে পাগল চিনে না
আবার জিজ্ঞসে পাগলের ঠিকানা
পাগল হয়ে পাগল চিনে না
আবার জিজ্ঞসে পাগলের ঠিকানা,
পাগল মনের নাই তুলনা
পাগল মনের নাই তুলনা
সকলেই পাগল পাড়ায় ।
পাগল হয়ে পাগল চিনে না
আবার জিজ্ঞসে পাগলের ঠিকানা ।
কত রঙ্গের পাগল মাওলার রঙ্গ মহল্লায়
কত পাগল ঘুরে মাওলার রঙ্গের দুনিয়ায় ।
পাগলের কিসের বেস বসন
যেই নামের নাই উদাহরন
আফুরন্ত ধরনে ধরনীতে আস্তানা,
স্বভাবে তার পায় নিশানা
কে কোন ভাবের ত্বরী বায় ।
পাগল হয়ে পাগল চিনে না
আবার জিজ্ঞসে পাগলের ঠিকানা ।
পাগলেই সন্ন্যাসী সাধু
প্রেম পাগলামী ভরা মধু
পাগল হাসান নামেই শুধু করিবেন মার্জনা
পাগলেই সন্ন্যাসী সাধু
প্রেম পাগলামী ভরা মধু
পাগল হাসান নামেই শুধু করিবেন মার্জনা
রাসুল পেমে সাঁই রাব্বানা
পাগল করল বন্ধুরায়
কত রঙ্গের পাগল মাওলার রঙ্গ মহল্লায়
কত পাগল ঘুরে মাওলার রঙ্গের দুনিয়ায় ।
কত রঙ্গের পাগল মাওলার রঙ্গ মহল্লায়
কত পাগল ঘুরে মাওলার রঙ্গের দুনিয়ায় ।
পাগল হয়ে পাগল চিনে না
আবার জিজ্ঞসে পাগলের ঠিকানা
জিজ্ঞসে পাগলের ঠিকানা
হে জিজ্ঞসে পাগলের ঠিকানা
হুউ উ হুউ উ উ উ
হুউ উ হুউ উ উ উ

