bappi lahiri malabika anamika şarkı sözleri

আ হা হা হা উম হু হু হু আ হা হা হা উম হু হু হু মালবিকা অনামিকা না না না এবার পেয়েছি ঠিক চয়নিকা দাও তো কেমন তুমি দেবে ফাঁকি দাও তো কেমন তুমি দেবে ফাঁকি তাই নাকি মালবিকা অনামিকা মালবিকা অনামিকা এই কাছে কাছে থাকা চোখে চোখে ছবি আঁকা এই কাছে কাছে থাকা চোখে চোখে ছবি আঁকা এই হাসি পাশাপাশি মনে রঙ লাগে নাকি লাগে বুঝি মালবিকা অনামিকা মালবিকা অনামিকা জেনো পৃথিবীতে কেউ কারো নয় চেনা সবাই সবার কাছে থাকে অচেনা জেনো পৃথিবীতে কেউ কারো নয় চেনা সবাই সবার কাছে থাকে অচেনা পথে চলতে কথা বলতে কখন কে আসে তার পাশে কেউ জানে না আসে বুঝি মালবিকা অনামিকা এবার পেয়েছি ঠিক চয়নিকা দাও তো কেমন তুমি দেবে ফাঁকি দাও তো কেমন তুমি দেবে ফাঁকি মালবিকা অনামিকা মালবিকা অনামিকা
Sanatçı: Bappi Lahiri
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 5:31
Toplam: kayıtlı şarkı sözü
Bappi Lahiri hakkında bilgi girilmemiş.

Fotoğrafı