beat music eid ayse (ifran ul jamal) şarkı sözleri

ও মুর্শিদ তুই মুইছা দে সকল অন্ধকার, ও মুর্শিদ তোর চান্দের আলোয় উজ্বালা সবার । ইয়ামওলা কবুল কৈরো আমার এই দোয়া, রোজা ফুরাইয়া আইলো খুশির হাওয়া । মাহে রমজানের শেষে সুরমা লাগাই নতুন বেশে, আতর মাইখা মসজিদে যাই। সালাম সালাম ঈদের সালাম জানাই মোবারক মোবারক ঈদ মোবারক, ইয়া আল্লাহ দেইখো তুমি সবার ভালো হোক মোবারক মোবারক ঈদ মোবারক।। রোজা মানে নয়রে রোজা রোজা মানে আল্লাহরে খোঁজা আল্লাহর বান্দা হইয়া পইড়া নামাজ ইফতার সেহরি শেষে ঈদ এলো আজ, ঈদ মানে মায়ের হাতের সেমাই সেই সেমাইয়ের কোনও তুলনা নাই সেমাইয়ের দাওয়াতে, দাওয়াতে খাওয়াতে, যাওয়াতে খাওয়াতে সালাম জানাই ।। সালাম সালাম ঈদের সালাম জানাই মোবারক মোবারক ঈদ মোবারক, ইয়া আল্লাহ দেইখো তুমি সবার ভালো হোক মোবারক মোবারক ঈদ মোবারক ।। তোমার নামে ভুল বুঝাইয়া জিহাদ মানে ভুল শিখাইয়া, এই দুনিয়ায় যত বিভেদ আছে মাইনষে মরে অমাইনষের কাছে। রক্তের বন্যা চাইরদিকে বইয়া যায় আমার ভরসা তোমার শরীয়ায়, তুমি হেদায়েত দিও যেন নাপাক না হই মুমিন হইয়া যেন আজীবন রই ।। ও মুর্শিদ তুমি ছাড়া মাবুদ তো নাই ঈমান লইয়া যেন কবরে যায়, ইয়ামওলা কবুল কৈরো আমার এই দোয়া রোজা ফুরাইয়া আইলো খুশির হাওয়া । মাহে রমজানের শেষে সু্রমা লাগাই নতুন বেশে, আতর মাইখা মসজিদে যাই। সালাম সালাম ঈদের সালাম জানাই মোবারক মোবারক ঈদ মোবারক, ইয়া আল্লাহ দেইখো তুমি সবার ভালো হোক মোবারক মোবারক ঈদ মোবারক ।।
Sanatçı: Beat Music
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:32
Toplam: kayıtlı şarkı sözü
Beat Music hakkında bilgi girilmemiş.

Fotoğrafı