campfire session lilyphool | campfire session s3 e6 (feat. avishek bhattacharjee) şarkı sözleri
বুকের ভেতর ফুটে ওঠা তুমি
একটা লিলি ফুল
কল্পনায় ভাসছে শুধু
তোমার এলো চুল
বুকের ভেতর ফুটে ওঠা তুমি
একটা লিলি ফুল
কল্পনায় ভাসছে শুধু
তোমার এলো চুল
হৃদয়ের ক্ষত সারে না
কোনো কথা কিংবা গল্পে
হৃদয়ের ক্ষত সারে না
কোনো কথা কিংবা গল্পে
তোমার শরীর পুড়ে ছাই
মিশে গেছে এই শহরের বাতাসে
বুকের ভেতর ফুটে ওঠা তুমি
একটা লিলি ফুল
কল্পনায় ভাসছে শুধু
তোমার এলো চুল
এ কেমন এক বোবাকান্না
মিছে তোমায় ভুলে থাকা
এ কেমন এক বোবাকান্না
মিছে তোমায় ভুলে থাকা
চুপকথার ভিড়ে এসো না আবার
আমার ঘুমের গানে
বুকের ভেতর ফুটে ওঠা তুমি
একটা লিলি ফুল
কল্পনায় ভাসছে শুধু
তোমার এলো চুল

