d rockstar shuvo ekti manusher mone şarkı sözleri
একটি মানুষের মনে
মিউসিক ও কণ্ঠ্য - শুভ
কথা ও সুর - সাজ্জাদ আরেফিন
একটি মানুষের মনে, কতটা বেদনা
বোঝেনি ঐ সাগর ছাড়া কেউ
তাই তো তাঁর বুকেতে এতটা যন্ত্রণা
গর্জায়ে বড় বড় ঢেউ
বুঝলনা বন্ধুরা কেউ তারে হায়, দেখলনা চোখের ভাষাটা পরে তাঁর
একটি মানুষের মনে, কতটা যন্ত্রণা
বোঝেনি ঐ আকাশ ছাড়া কেউ
তাই ঐ নীল ঢেকে যায়, কালো মেঘেতে
গর্জায়ে তাঁর আড়ালে কেউ
বুঝলনা বন্ধুরা কেউ তারে হায়, সাদা কালো আঁকা সব সৃতি তাঁর
জানলনা অস্তিত্তের সব থেমে যায়, রিমঝিম বৃষ্টির সুরে সব, অবচেতনায়