d rockstar shuvo khola chithi (guitar) şarkı sözleri
বাসায় পৌঁছে Please
একটা Message দিও
সুর, মিউসিক ও কণ্ঠ্য - শুভ
কথা - তুষার হাসান বাঁশি - জালাল, মিক্স ও মাস্টার - আমজাদ হোসেন
বাসায় পৌঁছে Please একটা Message দিও, কেউ কি বলে এখন ?
কেউ কি জানে আর, সাদা ফুল প্রিয় তোমার, ঠিক আমি জানি যেমন
এখন তবে কার কাছে আর মন খুলে কর আবদার, উৎসব আসে যত
কে তোমার ঐ সাড়ির পাড়, ঠিক করে দেয় প্রতিবার, সুবোধ ছেলের মতো
এমন হাজার, ভাবনা আসে, সবাই ঘুমিয়ে গেলে
কে তোমাকে আর গল্প শোনায়, ছুটির রাত্রি এলে
বৃষ্টি ঝরা খুচরো সুদিন, ঝিরি ঝিরি বাতাসে,
খেয়াল করে কে আর বসায়, রিকশার বাঁ পাশে
সৃতি কাঁতর এক শীত পরেছে,
উষ্ণ কাপরের খোজ কে নেবে আর, মানুষই তো নিখোঁজ
এমন হাজার, ভাবনা আসে, সবাই ঘুমিয়ে গেলে
কে তোমাকে আর গল্প শোনায়, ছুটির রাত্রি এলে
কোন এক নিঝুম রাতে, মনে পর্বে আমায়,
কেউ তো ছিল বিছানার পাশে তাকিয়ে দেকছে তোমায়
কে তোমাকে অভয় দিলে, অভিমানে সরে যাও
আবছা আলোয় বালিশ ফিরে কার দিকে তুমি চাও
এমন হাজার, ভাবনা আসে, সবাই ঘুমিয়ে গেলে
কে তোমাকে আর গল্প শোনায়, ছুটির রাত্রি এলে