elias hossain raja ranir golpo noy dadu şarkı sözleri

রাজা রানীর নয় সাজানো গল্প নয় এমন কিছু বলো ও দাদুভাই। যে কথা শুনে রাখিবো মনে আলোর দিশা যেন তার মাঝে পাই।ঐ সত্য বল সদা সবার তরে মিথ্যাকে চিরতরে বর্জন করে সত্য বলিব সদা সবার তরে মিথ্যাকে চিরতরে বর্জন করে অন্যের দুঃখে হও গো দুঃখী তবেই তুমি হবে সুখী অন্যের দুঃখে হব দুঃখী তবেই মোরা হব সুখী গরিব-দুঃখীকে ভালোবেসে আল্লাহর প্রিয় হওয়াযে চাই।ঐ লেখা পড়া করো মনও দিয়া শুরু করো প্রভুর নামটি নিয়া করবো লেখা পড়া মনও দিয়া শুরু করিব প্রভুর নামটি নিয়া দেখা হলে দাও গো সালাম আসসালামু কাবলাল কালাম দেখা হলে করব সালাম আসসালামু কাবলাল কালাম বাবা মায়ের করে সেবা নবীর প্রিয় উম্মত হওয়া চাই।ঐ
Sanatçı: Elias Hossain
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:57
Toplam: kayıtlı şarkı sözü
Elias Hossain hakkında bilgi girilmemiş.

Fotoğrafı