elin deewana mastana şarkı sözleri

দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমের দিওয়ানা তুমি বুঝলানা বুঝলানা আমার মনো বেদনা হায় এত সস্তা না সস্তা না রাস্তা ছেড়ে যাবনা এ আমি শেষ দেখে দেখে যাবো খালি হাতে যাবোনা এই আমি মাস্তানা আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা…। প্রেমেরই দুনিয়া প্রেমই মুক্তি প্রেমই শক্তি তুহি মেরা চাঁনছে তারা তুহি মেরা জানেমান মন করে আনচান টান প্রানে প্রানে লাগে টান ও হো হো প্রেম নগরের প্রেমখানা প্রেমের বেচাকেনা আমি তোমার মাস্তানা আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি তোমার মাস্তানা…। আরে বক্তা দেবো কি খানা আরে মক্কা দে ইনজিল খানার ও হো হো লাইন ছাড়া চলেনা এই মন চলছে মদিনা এই কপালে যা আছে তা মুছতে তুমি পারবানা যা ভাবছো তা তা না ভেবে কূল পাবে না আরে লাভ লোকসান বুঝিনা আমি মাস্তানা আমি দিওয়ানা দিওয়ানা দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি তোমার মাস্তানা আমি তোমার দিওয়ানা…।
Sanatçı: Elin
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi:
Toplam: kayıtlı şarkı sözü
Elin hakkında bilgi girilmemiş.

Fotoğrafı