elin ghum nei chokhe şarkı sözleri
ঘুম নেই চোখে
রাত্রি জেগে রই
একসাথে, নির্জনে
রাত জাগা একটি পাখি
হঠাৎ করে ডাকাডাকি
ভয় কোরোনা আছি আমি পাশে
মন চায় শুধুই বলে যেতে
না পাওয়ার দুখে আজ না মেতে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
সব পাওয়ার সম্ভাবনার সুখে
ঘুম নেই চোখে, নেই চোখে
ঘুম নেই চোখে, নেই চোখে
লাগে একটু ভয় ভয়
এ রাত্রি যদিও শেষ হয়
আজ আকাশে যত তারা
সাক্ষী তারা ছন্নছাড়া
ভাবনাগুলো আমায় ডেকে বলে
একটু পড়ে শেষ হবে রাত
পড়বে মনে হয়তো হঠাৎ
এই একটা রাত থাকুক অমর হয়ে
এই একটা রাত থাকুক অমর হয়ে
এই একটা রাত থাকুক অমর হয়ে
ঘুম নেই চোখে, নেই চোখে
ঘুম নেই চোখে, নেই চোখে
নেই চোখে, ঘুম

