fahim faisal pran khule daki tomare şarkı sözleri
আরশ থেকে আলোর ঝলকানি
দেখে দেখে পায়রার মতো
ঘুম থেকে জাগি বারবার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
পশু-পাখি সকলের মালিক তুমি
যারা আছে সমুদ্র তলে
পাহাড়ে ও গুহায়।
কুল মাখলুকাত ফিরেনা শুন্য হাতে
সবার কিসমতে শস্যদানা জুটে
তোমার এলাহী কারবার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
আকাশে, চাঁদ-সুরুজ, গ্রহমালা
আর জমিনে, অগনিত ফল-ফসল
সাজিয়েছ তব নকশায়।
তোমার হুকুমে, অনাদি কাল ধরে
অক্লান্ত বিষ্ময়ে, ভেসে ভেসে যায়
আকাশ ছোয়া মেঘভার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।
ক্ষমা করো, আরশের অধিপতি
তোমার করুনা না পেলে
কবরে কী হবে উপায়।
হৃদয়ের, অঞ্জলিতে চোখ ভিজে
তোমার মহিমা ছাড়া-নেই যে রেহাই
অসহায় এ বান্দার।
প্রাণখুলে ডাকি তোমারে
হে পরওয়ারদেগার।।

