gaaner manush mashrur afreen şarkı sözleri
পুড়োনো গিটার, আর ধুলো জমা লেখার খাতায়
কি করে নিজেকে বোঝায়
সপ্নরা রুপকথায়
গোছালো সপ্নরা কেন রুপকথায়
বেদনারা কেন পোড়ায়
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
এলো চুল গলে এসে আলো পড়ে আমার কোলে
ডুবে থাকি তোমার প্রেমের মায়াজালে
কি করে যে ভুলে থাকি এতো সব মায়ার বাধন
জানি মন জানি আমি ছিলে তুমি কত আপন
গোছালো সপ্নরা কেন রুপকথায়
বেদনারা কেন পোড়ায়
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
কি করে ভুলে যাই আমার প্রেমের প্রথম প্রহর
কি করে ভুলে যাই খোপার গোলাপ স্পর্শ আদর
গোছালো সপ্নরা কেন রুপকথায়
বেদনারা কেন পোড়ায়
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন
তোমার নামটাই তোমার নামটাই তোমার নামটাই আফরিন