gaaner manush mashrur sajni şarkı sözleri
তোর ছবি আঁকা আমার
মনের কিনারে
তুই তো সেই রাজকন্যা
আমি চাই যারে।
সাজনী ও সাজনী
পারবো না থাকতে যে, তোকে ছেড়ে
সাজনী ও সাজনী
বাঁচব না আমি যে, তুই বিহনে
তোর জন্য বৃষ্টি নামে,
মন আকাশে
চাই তোকে পেতে আমার, খুব কাছে
তোকে দেখি
আমি আমার
রোজ স্বপনে
তুই তো হবি রানী আমার
এই জীবনে
সাজনী ও সাজনী
পারবো না থাকতে যে, তোকে ছেড়ে
সাজনী ও সাজনী
বাঁচব না আমি যে,
তুই বিহনে