gamcha palash udash dupur bela shokhi ashbe ki akela şarkı sözleri
এই উদাস দুপুর বেলা
সখি আসবে কি একেলা
নদীর ঘাটে রে
দেখতে তোমায় মন চাহিছে
আজি দেখতে তোয়ায় মন চাহিছে।।
একবার যদি আসো সখি
জল ভরিবার ছলে
মনের কথা বলব তোমায় বসে কদম তলে ।
তুমি সকল ব্যাথা বুঝে নিও চোখের পানে চেয়ে
শক্ত করে ধরিও হাত ছাইড়া যাইবার ভয়ে।
আজি দেখতে তোমায় মন চাহিছে।।
ওরে না জানি মুই লেখতে চিঠি
না জানি মুই পড়তে
বাঁশির সুরে ডাকি তোমায়
আসোনা গো ছুটে, সখি আসোনা গো ছুটে
ওরে উথাল পাথাল নদীর ঢেউয়ে
মনে জোয়ার ভাটা চলে
চেয়ে তোমার পানে।