gazi anas rawshan ajo shei quran ache şarkı sözleri
আজো সেই কোরআন আছে হাদিস আছে
সেই ঈমান আর মানুষ নেই
সেই আবু বকর ওমার নেই
সেই আলী হায়দার, ওসমান নেই
আযানের রসম আছে আগের মতই
বেলালের সেই রুহ নেই
এযিদের রাজতন্ত্র আছে... আগের মতই
হোসেনের সেই জীহাদ ও নেই
কোরআনের তেলাওয়াত আছে আগের মতই
রাবিয়া বসরির মত প্রেমিকা নেই
হাদিসের পাঠক আছে আগের মতই
বোখারীর মত সেই সাধক ও নেই
কাফের ও মুশরিক আছে আগের মতই
ইবনে কাসিম আর সালাদিন নেই
ফালসাফা আছে আগের মতই
গাজ্জালির সেই তালক্বিন নেই
দাওয়াতে দ্বিন আছে আগের মতই
বান্নার মত সেই দায়ী নেই
কবি ও কবিতা আছে আগের মতই
হাফিজ, রুমী, ইকবাল নেই

