gazi anas rawshan al aqsay shokoner kalo chaya şarkı sözleri

আজ শকুনের কালো ছায়া তোমার আকাশ জুড়ে হিংস্র থাবায় পুরে শত প্রাণ নিল কেড়ে মানবতার গল্পবলা তোতাপাখিও যেন বুলি হারালো শান্তির পায়রারা আঘাতে হল ক্ষত বিক্ষত আজ বাতাস হলো ভারি চারিদিকে আহাজারি মজলুম করে চিৎকার তাই সময় হলো এবার করে সীনা টান জালিমকে রুখে দাড়াবার তোল তাকবীর আবার বলো “আল্লাহু আকবার” Oh, dear Muslim brothers! Just wipe off your tears Don't give up, don't dispair Know Lord is there to guide us Insha Allah...We'll go far Insha Allah... We'll fight it back together বোমার আঘাতে দেখ কতফুল আকসাতে ঝরে গেল নিভৃতে নীরবে তবু হায়নার পদচারণা চলে ধ্বংসলীলা মহাতান্ডবে তাই রুখে দাড়াবার ক্ষণ এসেছে আজ প্রয়োজন সাহসী এক হামজার জালিমের হুংকারে মুমিন করে না ভয় শহীদি তামান্না অন্তরে শীসাঢালা প্রাচীর গড়তে যারা বদরের মত ছোটে ময়দানে মোরা বাঁচলে গাজী হব মরলে শুহাদা আমরা যে সৈনিক মহান আল্লাহর
Sanatçı: Gazi Anas Rawshan
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 5:20
Toplam: kayıtlı şarkı sözü
Gazi Anas Rawshan hakkında bilgi girilmemiş.

Fotoğrafı