gazi anas rawshan hera hote hele dule şarkı sözleri

হেরা হ’তে হেলে দুলে নুরানী তনু ও কে আসে, হায়! সারা দুনিয়ার হেরেমের পর্দা খুলে খুলে যায়- সে যে আমার কামলীওয়ালা কামলিওয়ালা।। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জংগম টলমল টলে, খোরমা খেজুর বাদাম জাফরানী ফুল ঝ’রে ঝ’রে যায়।। সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা।। আসমানে মেঘ চলে ছায়া দিতে, পাহাড়ের আঁসু গলে ঝরনার পানিতে, বিজলী চায় মালা হ’তে পূর্ণিমা চাঁদ তাঁর মুকুট হ’তে চায়। সে যে আমার কামলীওয়ালা কামলিওয়ালা।।
Sanatçı: Gazi Anas Rawshan
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:32
Toplam: kayıtlı şarkı sözü
Gazi Anas Rawshan hakkında bilgi girilmemiş.

Fotoğrafı