gazi anas rawshan masjidul aqsa şarkı sözleri

Our Aqsa, Our pride We will stand, By your side।। মসজিদুল আকসা মুসলমানের অহংকার আমার স্বপ্ন আমার গর্ব,ঈমানী চিৎকার।। Our Aqsa, Our pride We will stand, By your side।। এ তো শুধুই মসজিদ নয় আমার কেবলা ভূমি দখলদারির অত্যাচার কি দেখনা বিশ্ব তুমি।। লক্ষ্য বাড়ি দখল দারের বুটের চাপে কাঁদে প্রতিটি চোখে রক্ত নদী জায়োনিস্টের ফাঁদে ওহে মুসলিম আজি জেগে ওঠো দাও ওমর এর হুংকার কেউ কি আছে শুনবে এমন রক্তে ভেজা চিৎকার। Our Aqsa.Our pride We will stand.By your side।। ছোট্ট শিশু দেয়ালের পিছে কাঁপছে থরথর হারিয়েছে বাবা হারিয়েছে মা হারিয়েছে তার ঘর।। অশ্রু চোখে রক্ত গায়ে ঘরহারা সব শিশু কোথায় যাবে বলবে কাকে খাবার তো নেই কিছু।। বলবার কোন ভাষা যে নেই আছে ঘৃণা ধিক্কার। কেউ কি আছে শুনবে এমন রক্তে ভেজা চিৎকার। Our Aqsa.Our pride We will stand.By your side।। রক্তমাখা শরীর নিয়ে, ছুটছে অহর্নিশ পালাবারো পথ খোলা নেই বাতাসে ঝরছে বিষ।। কোথায় স্বামী কোথায় বাবা মায়ের কোল যে খালি। মানবতা যেথায় সেথায় নোংরা ধুলো বালি বিশ্ব নেতা অন্ধ নাকি? বিচার চাই তোমার। এগিয়ে চলো বলো মুসলিম আল্লাহু আকবার।ঐ
Sanatçı: Gazi Anas Rawshan
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:30
Toplam: kayıtlı şarkı sözü
Gazi Anas Rawshan hakkında bilgi girilmemiş.

Fotoğrafı