gazi anas rawshan onutapi şarkı sözleri
Lyrics:
তুমি কি পাপ করেছ অনেক বেশি
তুমি কি মাফ পেতে চাও দিবানিসি
কোরআনের মাস এলো নেকের পথে চলো
আল্লাহকে করো তুমি রাজি খুশি আমলে ডুবে রও দিবানিশি
আহালান সাহালান মাহে রামাদান
আহালান সাহালান মাহে রামাদান
বরকতি হাওয়া লেগে সিক্ত হৃদয়
সাউমে ফিরে পাক নিউজ পরিচয়
রোজা ডালের মতো পাপ প্রতি হতো
হাশরে ও রবে পাশাপাশি
আল্লাহকে করো তুমি রাজি খুশি
আমলে ডুবে রও দিবানিশি
আহলান সাহলান মাহে রমজান
সাওমের আমল তুমি যদি নাও সাথে
প্রতিদান দিবে প্রভু তার নিজ হাতে
সেহরি আর ইফতারে
শুকরিয়া বারে বারে ২
হয়ে ওঠো তুমি নেকের চাষী
আল্লাহকে করো তুমি রাজি খুশি
আমলে ডুবে রও দিবানিশি
আহালান সাহালান মাহে রমজান

