gazi anas rawshan rasul allah şarkı sözleri
Lyric
পূর্বে আরবসাগর পশ্চিমে লোহিত,
ভারত মহাসাগর দক্ষিনে।
উত্তরে মরুভূমি
চিকচিক দুধ বালি
একুশ লাখ বর্গ কিলোমিটারে (২x)
এমন অভাগা দেশে
এলে রহমত বেশে
আধার তাড়িয়ে জানলে বাতি,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
সারা জাহানের রহমত তুমি
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
সারা জাহানের রহমত তুমি।
এমন জাহিলিয়াতে দেখিনি পৃথিবী আর,
হাহাকার হানাহানি চারদিকে,
হিংসা বিভেদ জিনা নারীর অবমাননা,
মানুষের বেচাকেনা প্রকাশ্যে।
বদ্ধ আঁধারের বন্ধ সমাজটাকে
হেরার আলোয়, আলোকিত করেছো তুমি,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
সারা জাহানের বরকত তুমি।
এমন নিঠুরতা দেখেনি পৃথিবী আর,
বাবা মেয়ে ফেলে জ্যান্ত কন্যাকে,
মৃত স্বামীর সাথে বিধবা নারীকে বেধে,
জ্বালিয়ে মারা হয় আগুনে।
রক্তপিপাসু সেই বর্বর বিশ্বটাকে,
মানবতার বাণী শোনালে তুমি,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
সারা জাহানের আশীর্বাদ তুমি।
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
রাসুল আল্লাহ হাবিব আল্লাহ,
সারা জাহানের আশীর্বাদ তুমি।

