gazi anas rawshan rasul tomake niye şarkı sözleri

Lyrics: রাসুল তোমাকে নিয়ে রাসুল তোমাকে নিয়ে ফুলের উপমা দিয়ে কত গান কবিতাও গল্প লিখি। হৃদয়ের গুলবাগে কত সাধ সখ জাগে স্বপ্নেও যদি কভু তোমাকে দেখি। ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ I। আছো তুমি খুব দূরে তবুও যে বুক জুড়ে আজও ফুটে সুরভিত প্রণয়ের ফুল।। আছে কে তোমার মত? এ ধরায় দেখি যত করেছে জীবন পার থেকে নির্ভুল।। তাইতো তোমার নামে ছন্দ পাতার খামে।। সবুজ মিনারের চিত্র আঁকি,,,,, ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। নীলিমায় চাঁদ হাসে মৃদু আলো চোখে ভাসে।। স্বর্ণের মত তার আছে কিছু খাদ তোমার তো খাদ নেই মনে ও বিষাদ নেই।। জান্নাতি ফুল তুমি নবী আহমাদ। তাড়িয়ে সকল কালো জ্বাললে দিনের আলো পথ হারা সুপথের পেলো সন্ধান। তোমাকে স্মরণ করি দরুদ ও সালাম পড়ি হামদ ও নাতের সুরে জুড়ায় এই প্রাণ তোমার কথায় কাজে প্রেরণার সুর বাজে ।। কোরআন হাদিস বুকে আগলে রাখি । ইয়া রাসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ । ঐ
Sanatçı: Gazi Anas Rawshan
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 4:32
Toplam: kayıtlı şarkı sözü
Gazi Anas Rawshan hakkında bilgi girilmemiş.

Fotoğrafı