gazi anas rawshan safar şarkı sözleri
লিরিক—
পৃথিবীর বুকজুড়ে হোক না সফর
বয়ে যাক জীবনের খুশির লহর,
হতাশার ভাব কেটে মলিন হৃদয়
ভেতরেই গড়ে নিক আশার শহর।
সফর সফর.........সফর সফর
প্রেরণার খোঁজে হোক মনের সফর
সফর সফর.....… সফর সফর
বয়ে যাক জীবনের খুশির লহর।
উদাসীন হৃদয়ের চেপে বসা ঘোর
কেটে হোক নবরূপে আলোকিত ভোর
সফর-ই এনে দেয় নতুন প্রহর
সুযোগেই হোক তাই শুধুই সফর।
সফর সফর......সফর সফর.......
একাকীতে থেমে থাকা না পাবার স্বর
কুঁড়েকুঁড়ে খেয়ে যাবে মনের গতর
সব ভুলে হোক খোলা চেতনার দোর
হয়ে যাক সুযোগেই শুধুই সফর।
সফর সফর......সফর সফর......
কথা—মামুন মিসবাহ

