gazi anas rawshan tumi na ele şarkı sözleri
তুমি না এলে পৃথিবীতে থাকতনা আলোর চীন
তুমি না এলে আধারে ঢেকে যেত আলোর দ্বীন
তুমি না এলে মানবতা হয়ে যেত জরাজীর্ণ
তুমি না এলে জীবন হত কতনা সংকীর্ণ
তুমি না এলে নারী পেতনা বাচার অধিকার
তুমি না এলে মানুষ পেতনা স্বাধীনতা স্বাধীকার
তুমি না এলে পাখি গাইতনা সুমধুর কোনো গান
তুমি না এলে বাজতনা কভু সুমধুর এ আজান
আমি কোরানের কথা বলছি
আমি হেদায়াতের কথা বলছি
আমি জাবালে ফারান হতে উত্থিত
আলোর কথা বলছি
স্বাগতম- সুস্বাগতম মহাগ্রন্থ আলকোরান
ধন্যবাদ তোমাকে মহাগ্রন্থের মালিক মহীয়ান।
তুমি এলে তাই কাবায় প্রাচীর আদমের সেই ঘর
ফিরে পেল তার জৌলুশ আবার সভ্যতা নিরন্তর
তুমি এলে তাই কাবা চত্বরে শতকোটি পদচিহ্ন
হাজরে আসওয়াদ প্রান থেকে প্রান পাপ করে নিশ্চিহ্ন
তোমার পরশে খাটি হল কত মানব এবং জীন
তোমার ছোয়ায় উপমা হল আমিরুল মুউমিনিন
কোটি দেবতার দাসত্ব থেকে মানবতা হল মুক্ত
লা শরিক এক আল্লাহ হল প্রাণ থেকে প্রাণ যুক্ত
আমি সে স্রষ্টার কথা বলছি
তার সৃষ্টির কথা বলছি
আমি সমগ্র পৃথিবীর আলোকিত
যত মুক্তির কথা বলছি
তোমার ছোয়ায় মরুবিয়াবানে সভ্যতার উত্থান
তুমি এলে তাই নীল নদ আজো খরস্রোতা বহমান
তুমি এলে তাই বিজ্ঞান পেল জ্ঞানে নতুন মাত্রা
অজ্ঞতা ঢাকা পৃথিবীর হল জ্ঞানের পথে যাত্রা
রোম পারস্য পদানত করে যাযাবর বেদুইন
প্রতিষ্ঠা পেল ধরনীতে এক নতুন আলোর দ্বীন
তুমি এলে তাই দাসত্ববাদ বর্ণ বিভেদ ভুলে
মর্যাদা পেয়ে হাসল পৃথিবী সুবাসিত ফুলে ফুলে
আমি বিজ্ঞানময় জ্ঞানের কথা বলছি
আমি শ্রেষ্ঠ সেই গ্রন্থের কথা বলছি
আমি ধরণীর জ্ঞান সাগরের
মূল উতসের কথা বলছি।

