gazi anas rawshan we love muhammad şarkı sözleri
রাসুলের অপমানে কাঁদে মন
বুকের ভেতর বহে দুখের প্লাবন।।
টগবগ করে ওঠে রক্ত কণা
অশান্ত মন যেন তুলছে ফনা
দুশমন দুনিয়া শোন কান খুলিয়া
নবীজি আমাদের সেরা সম্পদ
we love Muhammad
our profit Mohammed
we love Muhammad
our leader Mohammed
আমাদের প্রিয় নবী আমাদের প্রাণ
মানবো না কিছুতেই তার অপমান
ঈমানের ঢেউ যদি উতলে ওঠে
তোমাদের অহমিকা পড়বে লুটে।।
অবিশ্বাসির দল ভুলে যেও না
এখনো বেঁচে আছে তার উম্মত
we love Muhammad
our profit Mohammed
we love Muhammad
our leader Mohammed
আধারের মাঝে নবী আলোকের গান
পারবেনা রুখতে সে আলোর বান
সাহসের ঘোড়া যদি সমুখে ছোটে
পালাবে যে চামচিকা লেজটা গুটে
নবীর প্রেমিকগণ ভয় পেয়ো না
কি হবে থেকে বেঁচে গেলে ইজ্জত
we love Muhammad
our profit Mohammed
we love Muhammad
our leader Mohammed

