ibtisum abrar eid ebadat şarkı sözleri

ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত রবের তরফ থেকে খাস নেয়ামত।। ঈদ হলো খুশি মনে রব কে স্মরণ।। ঈদগাহে কাঁধে কাঁধে সুখের সালাত ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত রবের তরফ থেকে খাস নেয়ামত।। ইদ আনে উৎসব মুমিনের ঘরে খুশির জোয়ার জাগে বেদনার চরে মমতায় মুছে দাও দুঃখীদের নিদ ধরণীতে আসে যেন ফুল প্রভাত ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত রবের তরফ থেকে খাস নেয়ামত।। ইদ এলে প্রাণে বাজে আনন্দ গীতি ভেদাভেদ ভুলে যায় বাড়ে সম্প্রীতি ঈদ এলে শিশু দল আওয়াজ তুলে জেগে ওঠে উল্লাসে মন ও দ্বার কোলে ভুলে যাও ভেধাভেধ এ মনের জিদ রবের খুশিতে হোক প্রেম মুলাকাত ঈদ শুধু খুশি নয় ঈদ ইবাদত রবের তরফ থেকে খাস নেয়ামত।।
Sanatçı: Ibtisum Abrar
Türü: Belirtilmemiş
Ajans/Yapımcı: Belirtilmemiş
Şarkı Süresi: 3:32
Toplam: kayıtlı şarkı sözü
Ibtisum Abrar hakkında bilgi girilmemiş.

Fotoğrafı