ibtisum abrar ekush amar şarkı sözleri
একুশ আমার রক্ত নদীর কুল
একুশ মানে শহীদ মিনার
শুভ্র গোলাপ ফুল।।
একুশ হাঁসে হৃদয় মাঝে
মন্ত্রনা পায় সকল কাজে
সব শহীদের শুধব লহুর ঋণ
ভুলবো না ভুলবো না এই দিন
মোরা ভুলবোনা ভুলবোনা এই দিন
আমার মায়ের মুখের ভাষা
কি যে মধুর কি যে খাসা
সকাল সন্ধ্যা সকল কাজে
অ আ ক খ হৃদয় বাজে
উচ্ছ্বাসিত উদ্ভাসিত অন্তর
ও আসতিন
ভুলবো না ভুলবো না এই দিন
মোরা ভুলবোনা ভুলবোনা এই দিন
আবার যদি বর্গী আসে
তুফান তুলে অশ্রুতে আসে
রফিক শফিক হয়ে আমি
রক্ত জমিন পড়বো চুমি
সেই লহুতে সবুজ দূর্বা
হবে যে রঙিন
ভুলবো না ভুলবো না এই দিন
মোরা ভুলবোনা ভুলবোনা এই দিন